HEAD OF THE TEACHER MESSAGE

Principal's Message

একবিংশ শতকের সময়ের দাবিকে সামনে রেখে নারী সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে সর্বোপরি জ্ঞান-বিজ্ঞান চর্চা প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে আধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের প্রতিশ্রæতি নিয়ে ১৯৯২ সালে লায়ন হুমায়ুন জহীর ঢাকা মহিলা কলেজটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে শিক্ষকদের সহযোগিতায় কলেজের অর্থায়নে মোহাম্মদপুরে জমি ক্রয় করা হয় এবং ধানমন্ডিতে জমি দান করেন বিশিষ্ট সমাজসেবিকা কুলসুম মজিদ। ঢাকা মহিলা কলেজের সবচেয়ে বড় অর্জন এইচ.এস.সি পর্যায়ে জাতীয় মেধা তালিকায় ০৬ (ছয়) জন শিক্ষার্থীর স্থান লাভ এবং এস.এস.সির তুলনায় এইচ.এস.সি ও ডিগ্রি পর্যায়ে ভাল ফলাফল। বর্তমানে গভর্নিং বডির সভাপতি হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মো. মহিউদ্দিন স্যার, যার সুযোগ্য নেতৃত্ব ও দিক-নিদের্শনায় কলেজটি একটি মডেল কলেজে রূপান্তরিত হবে এবং শিক্ষার্থীরাও তাঁদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ। আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। মোঃ মাইন উদ্দীন অধ্যক্ষ ঢাকা মহিলা কলেজ

Admission Related

Go To Admission Page

Click Here And Go Directly To Admission Page.

Appling Instruction

Click Here To See All The Instruction For Admission.

Apply Online (Admission Form)

Click Here To Apply Online.